Birbhum News: পুজোর মুখে বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা
Continues below advertisement
ABP Ananda Live: পুজোর মুখে বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা। কয়লাখনিতে বিস্ফোরণ। কমপক্ষে ২ জনের মৃত্যু। আহত একাধিক। কয়লা উত্তোলনের জন্য আনা বিস্ফোরক নামানোর সময় বিস্ফোরণ। দুমড়ে গেল ট্রাক। চালকের দেহ ছিটকে পড়ল ৫০০ মিটার দূরে। ৫৮ দিনের মাথায় আর জি কর কাণ্ডে প্রথম চার্জশিট সিবিআইয়ের। নাম রয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের। টাকা নিয়ে হাউস স্টাফ নিয়োগ করতেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস। মিলেছে লেনদেনের হদিশ। কোর্টে দাবি সিবিআইয়ের। ধৃত টিএমসিপির নেতার ১১ দিনের সিবিআই হেফাজত। ধর্মতলায় অনশন মঞ্চে নিয়ে যাওয়ার পথে চৌকি আটকাল পুলিশ। বউবাজারে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র ডাক্তারদের। ধর্নাস্থলে বায়ো টয়লেট বসানো নিয়ে টানাপোড়েন। নাবালিকা ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে ফুঁসছে জয়নগর। হাইকোর্টের ভর্ৎসনার পরে অবশেষে এফআইআরে পকসোর ধারা যোগ। ২দিন পরে এল ফরেন্সিক।
Continues below advertisement