Anubrata Mondal: বোলপুরের বৈঠকে গরহাজির, মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট, বৈঠকে হাজির কাজল । নিজের ডাকা বৈঠকেই যোগ দিলেন না অনুব্রত মণ্ডল । অনুব্রতর নির্দেশে বৈঠক ডাকেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । বোলপুরের বৈঠকে গরহাজির, মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট । বোলপুরের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন না কেষ্ট । কোর কমিটির বৈঠক হওয়ার কথা বোলপুরের পার্টি অফিসে । বৈঠক শুরু হওয়ার আগেই বেরিয়ে যান মহম্মদবাজারে । মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে বৈঠক করবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি
হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের কথা মন্ত্রী অরূপ রায়ের মুখে। পরে যদিও সুর বদল করে মন্ত্রী বলেন, মানুষের কাজ করতে গিয়েই এই দুর্যোগ হয়েছে। পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিয়েছে। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।