Birbhum News: উত্তপ্ত বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, উপাচার্যকে ঢুকতে বাধা

ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই উত্তপ্ত বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। উপাচার্যকে সরানোর দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। গেট আটকে বিক্ষোভ, উপাচার্যকে ঢুকতে বাধা। জমিদাতাদের চাকরির দাবিতে বিক্ষোভ তৃণমূলের। তৃণমূল নেতার দেওয়া ৭০ জনের তালিকা থেকে চাকরি দেওয়া হয়েছে, দাবি উপাচার্যের। 

 

 

সোমবারই স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবারই স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের সেই বৈঠক থেকেই শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, কোনও শিল্প করার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। এর পাশাপাশি রাজ্যের ট্রেড ইউনিয়নগুলোর জন্যও এক গুচ্ছ কড়া নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola