Aubrata Mondal: অনুব্রত মণ্ডলের কুরুচিকর আক্রমণের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি

ABP Ananda Live: বোলপুর থানার IC-কে ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর আক্রমণের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি। সোমবার অনুব্রত গড়ে 'নারী সম্মান যাত্রা' কর্মসূচি করবে গেরুয়া শিবির। থাকবেন বিরোধী দলনেতা। ইতিমধ্যেই গোটা এলাকায় ব্যানার, ফ্লেক্স লাগানো শুরু হয়ে গেছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

 

নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাট! দেহ উধাওয়ের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য, সোশাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই হইচই শুরু হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ল এলাকায়।                                         

শ্মশান কর্তৃপক্ষের মদতেই দেহ লোপাট, অভিযোগ এলাকাবাসীর। বৈষ্ণব সম্প্রদায়ের অনেকেরই দেহ সমাধিস্থ করার রীতি আছে। নবদ্বীপ মহাশ্মশান চত্বরেই তাঁদের দেহ সমাধিস্থ করা হয়। সমাধিস্থ সেই সব দেহ লোপাট করার অভিযোগ ঘিরে নবদ্বীপে শোরগোল।                        

স্থানীয় বাসিন্দাদের দাবি, নবদ্বীপ মহাশ্মশানের একাধিক সমাধিস্থল থেকে মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে দিনের পর দিন। অনেক পুরনো সমাধিস্থলে খোঁড়াখুঁড়ির চিহ্ন স্পষ্ট। একাংশের অনুমান, মৃতদেহ তুলে পাচার করা হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, এখনও পর্যন্ত শতাধিক দেহ গায়েব হয়েছে। পরপর সমাধিস্থল খুঁড়ে রাতের অন্ধকারে দেহ লোপাটের দাবিই করা হচ্ছে। সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ভিডিও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola