Birbhum : মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা !
ভোটপর্ব মেটার পরেও বীরভূমে বোমা উদ্ধার । মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তল্লাশি চালায় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের দাবি।