Birbhum News: জেলা সভাপতির পদ থেকে বাদ অনুব্রত, আজ বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক

ABP Ananda LIVE : অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। গতকাল বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকেন। এর আগে বৈঠকের আহ্বায়ক ছিলেন জেলা রাজনীতিতে অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আজ বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে কোর কমিটির বৈঠক হবে। অনুব্রত মণ্ডল, কাজল শেখ-সহ ৯ জন সদস্যের মধ্যে ৮ জনের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। 

 

UCO Bank: ১৬টি ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটির প্রতারণা? কলকাতায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার, গ্রেফতা UCO ব্যাঙ্কের প্রাক্তন সামাদ

জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতারির পর, এবার ED-র জালে ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola