
Birbhum News: রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেফতার ৩
Rampurhat News: রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাটের মনসুবা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাক আটকায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। মোট ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ট্রাকের চালক-খালাসি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক। বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল।ব্যাগের ওপর ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এত পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দু জায়গায় আগুন লাগল। গতকাল রাতে তারাতলা আগুন লাগে। পুড়ে ছাই পরিত্যক্ত কেপিটি কোয়ার্টার্স লাগোয়া এলাকা। ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।