Illegal Coal Recover: তৃণমূল নেতার ইটভাটায় তল্লাশি পুলিশের, বাজেয়াপ্ত ২৮৬ টন বেআইনি কয়লা
Continues below advertisement
ABP Ananda Live: বিতর্কে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতা মির্জা জাকির হোসেনের ইটভাটায় তল্লাশি পুলিশের। শাসক নেতার ইটভাটায় বাজেয়াপ্ত ২৮৬ টন বেআইনি কয়লা। তল্লাশির সময় পুলিশকে বাধার অভিযোগ।
আরও খবর, মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার মোট ৪, উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এর মধ্য়ে ২ জন বিহারের এবং ২ জন ইংরেজবাজারের বাসিন্দা। ধৃত বিহারের ২ বাসিন্দা সুপারি কিলারের কাজ করেছেন। পাশাপাশি ঘটনায় সন্দেহভাজন একজন ফেরার রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ছিল দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে খুনের আগে রেকি করা হয়, নজর রাখা হয় তাঁর গতিবিধি ওপর। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গ্রেফতার হওয়া ২ ব্য়ক্তি সুপারি কিলার।
Continues below advertisement