Birbhum News: লিড পেয়েছে বিজেপি, সেকারণেই সারানো হচ্ছে না নলকূপ, অভিযোগ নানুরে। ABP Ananda Live

TMC News: লোকসভা ভোটে লিড পেয়েছে বিজেপি, সেকারণেই সরানো হচ্ছে না নলকূপ।  নানুরে অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  জানা গেছে গ্রামের ১৪ টি নলকূপের মধ্যে ১২ টি খারাপ। বগটুই গ্রামে বোমাতঙ্ক। রাস্তার ধারে পোঁতা প্লাস্টিকের জার। পুলিশের প্রাথমিক অনুমান, ওই জারে তাজা বোমা রয়েছে। এলাকা ঘিরে রেখেছে রামপুরহাট থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা। ঠিকা শ্রমিকের মা-কে মারধরের অভিযোগ। মল্লারপুর পুলিশের হাতে গ্রেফতার ময়ূরেশ্বরের তৃণমূলকর্মী বুলেট মির্জা। মুম্বইবাসী ঠিকা শ্রমিকের কাছে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ বুলেটের বিরুদ্ধে। টাকা না দিলে তাঁকে ময়ূরেশ্বরে ফিরে আসতে না দেওযার হুমকি দেওয়ার অভিযোগ। মুম্বইতে ঠিকা শ্রমিককে আটকে রেখে মারধরের ছবি ভাইরাল। বুলেট মির্জার নেতৃত্বে মারধর চালানোর অভিযোগ। ধারের টাকা শোধ না দেওয়ায় মারধর করি, দাবি বুলেট মির্জার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola