Birbhum News: কন্যাসন্তান হওয়ায় আবেগবিহ্বল, ফুল-বেলুনে ঢাকা অ্যাম্বুল্যান্সে চেপে বাড়ি এল 'রাজকন্যা'

Continues below advertisement

খুদে সদস্যাকে মন খুলে স্বাগত জানালেন নতুন মা-বাবা। সুন্দর করে সাজানো মাতৃযান অ্যাম্বুল্যান্সে বাড়ি এল সদ্যোজাত সন্তান। কন্যাসন্তান হওয়ায় আবেগবিহ্বল লাভপুরের নাসিরুল ইসলাম। সাইথিঁয়া ব্লক হাসপাতালে জন্ম কন্যাসন্তানের। খুদেকে স্বাগত জানাতে সাজল মাতৃযান অ্যাম্বুল্যান্স। ফুল-বেলুনে ঢাকা অ্যাম্বুল্যান্সে চেপে বাড়ি এল 'রাজকন্যা'। 'আমার মেয়ে হয়েছে, খুব খুশি',বললেন আত্মহারা নাসিরুল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram