Birbhum News: রামপুরহাটে তুমুল বৃষ্টি, জলমগ্ন হাসপাতাল। ABP Ananda Live
Birbhum Update: ঘূর্ণিঝড় চলে গেলও ভোগাচ্ছে বৃষ্টির জমা জল। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের একাধিক বিভাগে জল ঢুকে গিয়েছে। যার দরুন এক্স-রে, স্ক্যান বন্ধ। জল ঢুকেছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও।
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকাশি ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। এবার এবার টানা বৃষ্টিতে জল ঢুকল হাসপাতালের বিভিন্ন বিভাগে। হাসপাতালের পুরনো ভবনের ভিতরে থাকা পিপিপি মডেলের এক্স-রে রুমে জল ঢুকে যাওয়ায় জরুরি বিভাগের রোগীদের এক্স-রে পরিষেবা দেওয়াই বন্ধ হয়ে গেল শুক্রবার থেকে। একইভাবে এক্স-রে ঘরে এমনকি যেখান থেকে ওষুধ দেওয়া হয় সেই দোকানগুলিতেও জল ঢুকে গিয়েছে।
এর ফলে রোগীদের বাইরে থেকে বেশি অর্থের বিনিময়ে এক্স রে করাতে হচ্ছে। জল ঢুকে সমস্যার সৃষ্টি হয়েছে হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও। সেখানে সকাল থেকে পা ডুবে যাওয়া জলে দাঁড়িয়ে থেকে ওষুধের দোকানের কর্মচারীদের কাজ করতে হয়েছে। হাসপাতালের বক্ষরোগ বিভাগেও জল ঢুকে চিকিৎসাধীন রোগীদের অসুবিধায় পড়তে হয়েছে বলে অভিযোগ। হাসপাতাল ভবনের বাইরের চত্বরও জল থইথই। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হয়েছে সকলকে।