Birbhum News : পথ দুর্ঘটনা ঘিরে বীরভূমের রাজগ্রামে ধুন্ধুমার। বাবার সামনে প্রাণ গেল ছেলের

ABP Ananda LIVE : পথ দুর্ঘটনা ঘিরে বীরভূমের রাজগ্রামে ধুন্ধুমার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরি উল্টে ছেলের মৃত্যু, আহত বাবা। ঘটনার প্রতিবাদে লরি ভাঙচুর, বিক্ষোভ। পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের, পুলিশের সঙ্গে বচসা। 

Sunita Williams Homecoming: আজই ঘরে ফিরছেন সুনীতারা, পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা

ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। সেই মতোই পৃথিবীতে ফেরার তোড়জোড় শুরু করে দিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী  ব্যারি বুচ উইলমোর। জিনিসপত্র সব গুছিয়ে উঠেও পড়েছেন পৃথিবীতে ফেরার মহাকাশযানে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। Crew-9 মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে চলেছে। সবমিলিয়ে ১৭ ঘণ্টার যাত্রাপথ। ভারতের সময় অনুযায়ী, মঙ্গল-বুধের ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে নামবেন সুনীতারা। (Sunita Williams Homecoming)

ইলন মাস্কের সংস্থা SpaceX-এর মহাকাশযান Crew-9. দীর্ঘ সাড়ে ন'মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা এবং ব্যারিকে নিয়ে পৃথিবীতে ফিরবে সেটি। পাশাপাশি, NASA-র আর এক মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর নভোশ্চর অলেকজান্ডার গরবুনভকেও পৃথিবীতে ফিরিয়ে আনবে ওই মহাকাশযান। এতদিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে নোঙর করা ছিল Crew-9 মহাকাশযানটি। মহাকাশযানটিসেখান থেকে আলাদা হয়ে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেছে।। (Sunita Williams)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola