Birbhum News : কোপাই থেকে বালি পাচারের অভিযোগ,রাস্তা অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান
ABP Ananda LIVE: কোপাই থেকে বালি পাচারের অভিযোগ, শান্তিনিকেতনের মহিষঢালে তুলকালাম । রাস্তা অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান । বাঁশ-লাঠি নিয়ে বোলপুর-আমোদপুর রাজ্য সড়ক অবরোধ আদিবাসী মহিলাদের । কোপাই নদী থেকে বালি তোলায় দুই গ্রামবাসীকে আটক । শান্তিনিকেতন থানার বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ । রাতে ডাম্পারে বালি পাচার, তখন পুলিশের তৎপরতা থাকে না, অভিযোগ গ্রামবাসীদের।
নেপালের আঁচ ভারতে। বন্ধ বিহারের রক্সৌল সীমান্ত। ওপারে নেপালের বীরগঞ্জ। সকাল থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পর্যটকরা। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ঘোড়ার গাড়ি করে ভাড়া করে দেশে ফিরে আসছেন। ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না। আপাতত ছেদ পড়েছে ভারত - নেপাল বাণিজ্যতেও। এই পরিস্থিতিতে যাঁরা দেশে ফিরছেন, তাঁরাও আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না। অগ্নিগর্ভ নেপালে কারও কারও অভিজ্ঞতা ভয়াবহ।