Birbhum News : ইদ উপলক্ষ্যে ম্যাচ ঘিরে কেষ্ট-কাজল গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র বীরভূম

ABP Ananda LIVE : কেষ্ট-কাজল গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র বীরভূম। ইদ উপলক্ষ্যে ম্যাচ ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল ! সিউড়ির কেন্দুয়ায় তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ !ইটবৃষ্টি, বাঁশ দিয়ে মার, ২ গোষ্ঠীর অন্তত ৩জন আহত। 

 

 

দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। মূলত এদিন   কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ।  তিনি এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? ' বড় প্রশ্ন দেবাংশুর। এর পরেই সৌগত রায় বলেন, 'আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত।'

'মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আগেও বিবৃতি দিয়েছি। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষতি হবে না। ১০ জন এসএফআই, ৫ জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত', দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না, নির্দেশ দিলে একদিনের নোটিসে বিক্ষোভ হত। ১০টি ছেলে কী করেছে তার কোনও গুরুত্ব নেই', প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola