Birbhum News: সিউড়িতে কেষ্ট-কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সিউড়িতে কেষ্ট-কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে । সিউড়িতে তৃণমূলের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেঁড়ায় উত্তেজনা । কেষ্ট-কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হাতাহাতি । গোষ্ঠী সংঘর্ষে আহত কাজল শেখ অনুগামী দিলখুস আলম । অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ । সিউড়ি হাসপাতালে ভর্তি আক্রান্ত তৃণমূলকর্মী । সাজানো ঘটনা, অভিযোগ অস্বীকার করে দাবি অনুব্রত অনুগামীদের

আরও খবর....

উপনিষদে আছে সত্যং জ্ঞানমনন্তং ব্রম্হ, আর রবীন্দ্রনাথ এর ব্যাখ্যায় বলছেন,এখানে কোন মন্দির বা কোন বিশেষ মূর্তির কথা বলা হয় নাই।ধর্মের বিশুদ্ঘধ সরলতার এমন বিরাট আদর্শ আর কোথায় আছে? কিন্তু রাজনীতি কি এতটাই সরল, বরং বারবার এই ধর্মকে কেন্দ্র করেই আবর্তিত হয় রাজনীতি। বিধানসভা নির্বাচনের আগে সেই অস্ত্রকেই আরও ক্ষুরধার করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা বঙ্গ রাজনীতি একটা অংশ যদি ধর্ম হয়ে থাকে আরেকটা দিক দুর্নীতি, যে কারণে অকুল পাথারে চাকরিহারারা। এই আলোচনায় আপনাদের দেখাব, বীরভূমের কেষ্টার্জিত ফলে কেন রুপোলি রেখা খুঁজতে চাইছে বিরোধীরা? এবং কীভাবে ২৬-এর আগে ফের প্রাসঙ্গিক হচ্ছে সন্দেশখালি । মিশন ২৬, শুভেন্দু অধিকারীর টার্গেট হিন্দু ভোট । ফের হিনদু ভোট একজোট করার ডাক । 'হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ভাগ হবেন না' হাতে গীতা রেখে ঐক্যবদ্ধ থাকুন হিন্দুরা, ন্যাজাটের সভায় বার্তা শুভেন্দুর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola