Anubrata Mondal : সমনেও অন্তরালে কেষ্ট, বোলপুরের IC-র ফোন বাজেয়াপ্ত! ABP Ananda Live
ABP Ananda LIVE: সমনেও অন্তরালে কেষ্ট, বোলপুরের IC-র ফোন বাজেয়াপ্ত! যে হুমকি দিল, সেই অনুব্রতর ফোন এখনও অধরা!বোলপুরের IC লিটন হালদারের ২টি ফোনই বাজেয়াপ্ত । কেন এখনও কেষ্টর ফোনে বাজেয়াপ্ত করল না পুলিশ? 'আইফোনের ফেসটাইম অ্যাপে কল করেছিলেন অনুব্রত' । 'সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোনে রেকর্ড করেন IC' । অনুমতি না নিয়ে কারও ফোন রেকর্ড করা বেআইনি' । IC-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নিয়ে এমনই দাবি পুলিশ সূত্রে । কীভাবে প্রকাশ্যে এল অডিও ক্লিপ? তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।
প্রিয় চ্যাম্পিয়ন দলকে দেখতে বৃষ্টি মাথায় হাজার হাজার ফ্যান, কেউ উঠলেন গাছের ডালে-কেউ স্টেডিয়ামের পাঁচিলে !
১৭টা বছরের অপেক্ষার অবসান হয়েছে বলে কথা। ১৮ তম বছরে এসেছে সেই ম্যাজিক্যাল মুহূর্ত। তাই নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি RCB-র ফ্য়ানরা। বৃষ্টি মাথায় নিয়ে পছন্দের চ্যাম্পিয়ন দলের জন্য অপেক্ষায় তাই কোনও ঘাটতি রাখেননি তাঁরা। আবেগ এতটাই তীব্র রয়েছে তাঁদের মধ্যে যে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ক্রিকেটারদের দেখতে কেউ উঠলেন গাছে, কেউ আবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পাঁচিলে উঠলেন। জয়ী দলকে সংবর্ধনা দেওয়ার জন্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই উপলক্ষে বহু ফ্যান চলে আসায় হুড়োহুড়ি পড়ে যায়। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর জেরে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জখম অনেকে। ঘটনার পর পর একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, পদপিষ্টের জেরে যাঁরা আহত বা অচেতন হয়ে পড়েছেন তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্চে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনন্দ-উদযাপনের এই অনুষ্ঠান দেখতে এসে অনেকেই মূর্ছা গেছেন। ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি বলে দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। ডিকে শিবকুমার বলেন, "অতিরিক্ত ভিড় হয়ে যাওয়াই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।"