Birbhum News: বীরভূমের আরও এক বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: হাসন, নলহাটির পর এবার সাঁইথিয়া, বীরভূমের আরও এক বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন ধরল। শাসকদল ছেড়ে ১৫০টি পরিবার যোগ দিল বিজেপিতে। এর জেরে বিধানসভা ভোটের আগে তাদের সংগঠন ক্রমশ মজবুত হচ্ছে বলেই দাবি পদ্মশিবিরের। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

আরও খবর...

১৮ বছর পর দল অবশেষে আইপিএল ট্রফি (IPL 2025) জিতেছে। স্বাভাবিকভাবেই আরসিবির জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা বেঙ্গালুরু শহর। তবে তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) আরসিবির  জয় সেলিব্রেট করতে কোহলিদের জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু সেই স্টেডিয়ামের গেটেই দর্শকদের হুড়োহুড়ির জেরে ঘটল দুর্ঘটনা। শোনা যাচ্ছিল ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। এই ঘটনায় মোট ১১ জন আরসিবি সমর্থকের পদপিষ্ট (RCB Victory Parade Stampede) হয়ে মৃত্যু হয়েছে, খবর অনুযায়ী আহত হয়েছেন প্রায় ৫০ জনের কাছাকাছি। যদিও প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কথা বলা হয়েছে। সকলকেই শিবাজি নগরের বাউরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola