Birbhum: রামপুরহাটে পাচারের আগে ৩৭টি গরু উদ্ধার করল পুলিশ I Bangla News
বীরভূমের রামপুরহাটে আজ সকালে পাচারের আগে ৩৭টি গরু উদ্ধার করল পুলিশ। দুটি পিক আপ ভ্যানে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি। আটক করা হয়েছে ২ জন পাচারকারীকে। তাঁদের কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে দাবি। গতকালই মল্লারপুরে ২২টি গরু পাচারের আগে উদ্ধার করা হয়।
Tags :
Cow Smuggling Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Rampurhat Birbhum ABP Ananda Bengali News