Rampurhat Fire: যারা এই গণহত্যা করেছে, তাদের জনতার দরবারে আসামি করা উচিত: বিমান | Bangla News

বীরভুমের রামপুরহাটে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপ প্রধান খুনের পর একের পর এক বাড়িতে আগুন। শিশু, মহিলা-সহ ৮ জনের মৃত্যু। আহত ৩।  আজ ঘটনাস্থলে যাবে বাম প্রতিনিধি দল। বোলপুর টাউন থেকে আজ যাচ্ছেন বিমান বসু। বিমান বসু (Biman Bose) বলেন, "এই গণহত্যার কোনও ব্যাখ্যা নেই। যারা এটা করেছে, তাদের জনগণের দরবারে আসামি করা উচিত।" "যার মাথায় অক্সিজেনের অভাব, সে কখন কী বলে, কখন কী আচরণ করে তার ব্যাখ্যা দেওয়া খুব কঠিন', অনুব্রত মণ্ডলকে কটাক্ষ বাম নেতার। 
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola