Rampurhat Fire: খুন ও অগ্নিসংযোগ, রামপুরহাট হত্যাকাণ্ডে রুজু ২টি মামলা ।Bangla News

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বকটুই-এর হত্যালীলার ভিডিয়ো। ভিডিয়োতে দেখা গিয়েছে কীভাবে একের পর বাড়িতে আগুন জ্বলে উঠেছে। ঘটনায় মৃত্যু হয়েছে ৮জনের। এই ঘটনায় মূলত ২টি মামলা রুজু হয়েছে। একটি ভাদু শেখের খুনের মামলা এবং অপরটি বাড়িতে অগ্নিসংযোগ করার ফলে যে মৃত্যু হয়েছে। এই দুটি মামলাতই মোট ২০জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, এই ২০জন গোটা ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০ জনের মধ্যে ১ জনকে খুনের দায়ে এবং বাকি ১৯ জনকে আগুন লাগানো এবং হত্যালীলা চালানোর জন্য গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, রামপুরহাটের বকটুই গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশের এফআইআরেই তা স্পষ্ট। অগ্নিসংযোগের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারায় মামলা রুজু হয়েছে। ৩০২ ধারায় খুনের মামলাও রুজু করেছে পুলিশ। এছাড়া, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারায় রুজু হয়েছে মামলা। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা রয়েছে। জামিন অযোগ্য ৩২৫ ও ৩২৬ ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola