Birbhum Robbery Attempt: সিউড়িতে থানার অদূরে ডাকাতির চেষ্টা! পালানোর সময় দুষ্কৃতীদের গুলি

সোমবার সাতসকালে বীরভূমের (Birbhum) সিউড়িতে রোমহর্ষক ঘটনা। একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির (Robbery ) চেষ্টা করা হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে (Firing) আহত এক টোটোচালক হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, থানা থেকে মাত্র দেড়শো মিটার দূরে হানা দেয় ৬ দুষ্কৃতীর একটি দল। প্রত্যেকেই মাস্ক পরে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ঋণদানকারী সংস্থায় চড়াও হয়। এরপর নিরাপত্তারক্ষীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভিতরে ঢোকার সময় অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের আওয়াজে আশপাশ থেকে লোকজন ছুটে এলে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় তারা। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। নাকা তল্লাশিও চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola