TMC: 'তৃণমূলের শত্রু দলেরই কিছু লোক', বিস্ফোরক বীরভূমের তৃণমূলের জেলা সহ-সভাপতি | Bangla News
‘তৃণমূলের শত্রু অন্য কেউ নয়। তৃণমূলের শত্রু সিপিএম নয়, বর্তমানে আমাদের শত্রু দলেরই কিছু লোক। যাঁরা দলের মধ্যে তৃণমূলকে টেনে ধরার চেষ্টা করছে। দলের ঊর্ধ্বে কেউ নয়, দল শেষ কথা বলবে। কেউ যদি ভাবেন ভাগ করে ক্ষমতা ভোগ করব, দল বরদাস্ত করবে না।' বিস্ফোরক মন্তব্য বীরভূমের তৃণমূলের জেলা সহ-সভাপতির। মহম্মদবাজারে বিজয়া সম্মেলনে তৃণমূলের জেলা সহ-সভাপতির মন্তব্যে বিতর্ক।
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Birbhum ABP Ananda Bengali News