Suri CBI : মমতা মৃধার নামে অ্যাকাউন্ট, কিন্তু নথির সইয়ের সঙ্গে মিল নেই !
কারও নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তা তিনি নিজেই জানেন না। কারও সইয়ের সঙ্গে ব্যাঙ্কের নথির সই মেলেনি। আবার কোথাও মৃত ব্যক্তির নামেই রয়েছে অ্যাকাউন্ট। সিউড়ির সমবায় ব্যাঙ্কে যে ১৭৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই, তা নিয়ে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital Suri CBI ABP Ananda ABP Ananda Bengali News Fake Account