Anubrata Mondal : IC-কে কুকথার পর ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন অনুব্রত
ABP Ananda LIVE : IC-কে কুকথার পর ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন অনুব্রত। তলব সত্ত্বেও গেলেন না SDPO অফিসে।অসুস্থতার কথা জানিয়ে এলেন আইনজীবীরা। আজ ফের তলব। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই। এবার অসুস্থতার কথা বলে এড়ালেন হাজিরা। পুলিশের কাছে না গিয়ে গেলেন পার্টি অফিসে। করলেন ম্যারাথন বৈঠক।
পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ
পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ। প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ। হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা। কাল সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।