Firhad on Anubrata: বাঘ বেরিয়ে এলে আজকের শিয়ালরা খাঁচায় ঢুকে যাবে, অনুব্রতর পাশে দাঁড়িয়ে বললেন ফিরহাদ
বীরভূমে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা ফিরহাদ হাকিমের। ‘বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে’। ‘বাঘ ফিরে এলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়’। ‘বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো’। ‘সারাজীবন আটকে রাখতে পারবে না’। ‘সেই বাঘ বেরিয়ে এলে আজকের শিয়ালরা খাঁচায় ঢুকে যাবে’। রামপুরহাটের জনসভা থেকে হুঁশিয়ারি মন্ত্রী ফিরহাদ হাকিমের। এর আগে জেল থেকে বেরোলে অনুব্রতকে বীরের সম্মান দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী।
Tags :
Tiger Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Anubratamondal Firhadhakim