Anubrata Mondal : অনুব্রত মণ্ডলের নামে কোটি টাকা পুরস্কারমূল্যের লটারির টিকিট কে কিনেছিল?
গরু পাচার মামলার তদন্তে এবার লটারি রহস্যের সমাধানের চেষ্টা করছে সিবিআই। অনুব্রত মণ্ডলের নামে কোটি টাকা পুরস্কারমূল্যের লটারির টিকিট কে কিনেছিল? তারই সূত্রের খোঁজে বীরভূমের একাধিক লটারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অন্যদিকে, পরপর ৩ দিন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে প্রায় ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি।
Tags :
Anubrata Mondal Bangla News Bangla News Live TMC CBI ABP Ananda ABP Ananda Bengali News Crore Lottery Win