Asit Mal:এবার দিদির দূত কর্মসূচিতে গিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন সাংসদ অসিত মাল। Bangla News
এবার দিদির দূত কর্মসূচিতে গিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন সাংসদ অসিত মাল। এদিন ময়ূরেশ্বরের ষাটপলসা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার সময় বোলপুরের সাংসদের সামনেই স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন দলীয় কর্মীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় আসেন না বিধায়ক।খোঁজও রাখেন না। উচপুর গ্রামেও একই অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অসিত মাল। আমাদের ভোটে জিতে দিল্লি গেছেন, সাংসদকে বলেন গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, দাবি তৃণমূল সাংসদের।