Satabdi Roy: 'আপনাদের স্ত্রী, ভাই, আত্মীয়রা যে ওয়ার্ডে জেতেন,সেখানে আমি হারি কী করে?'প্রশ্ন শতাব্দীর
Continues below advertisement
ABP Ananda LIVE: আপনাদের স্ত্রী, ভাই, আত্মীয়রা যে ওয়ার্ডে জেতেন, সেখানে আমি হারি কী করে? তাহলে নিজেদের ক্ষেত্রে যে গুরুত্ব দিয়ে ভোট করান, আমার বেলায় সেটা হয় না কেন? লোকসভা ভোটের আগে নিজের কেন্দ্রের একাধিক তৃণমূল কাউন্সিলরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)।দলের লোকই যে তাঁর পাশে নেই, সে কথা নিজেই বলছেন সাংসদ! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC inner Clash) আরও প্রকট, কটাক্ষ বিজেপির BJP)।
Continues below advertisement