TMC News: কেষ্টর পথে হাঁটল না বিক্রমজিৎ, কাকভোরে সিউড়ি থানায় হাজিরা সাসপেন্ডেড TMCP নেতার

ABP Ananda Live: পুলিশকে হুমকি, কাকভোরে হাজিরা সাসপেন্ডেড TMCP নেতার সকাল ১০টায় তলব করেছিল পুলিশ, কাকভোরে সিউড়ি থানায় হাজির। সকাল ৬-৭.৩০, দেড়ঘণ্টা সাসপেন্ডেড TMCP নেতাকে জিজ্ঞাসাবাদ। অনুব্রতর কদর্য আক্রমণের পর বোলপুরের IC-কে নিশানা করে ভিডিও পোস্ট সাসপেন্ডেড TMCP নেতার । বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের।

 

 

দেশে জুড়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৭৬ জন

 

দেশে জুড়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৭৬ জন, মৃত ৭। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে ৪ হাজার ৩০২ জন। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট মৃত্যু ৪৪। রাজ্যেও ১ দিনে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৬০। দেশের সব রাজ্যের মধ্যে একদিনে সংক্রমণ বৃদ্ধির নিরিখে তৃতীয় স্থানে বাংলা। বাংলায় করোনা আক্রান্ত বেড়ে মোট ৪৩২। দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত সাত মাসের এক শিশু, ভর্তি পিয়ারলেস হাসপাতালে। সিএমআরআই হাসপাতালেও নতুন করে ভর্তি বেশ কয়েকজন করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে একজন মধ্য বয়স্ক রোগীর অবস্থা সঙ্কটজনক জানান চিকিৎসকরা। রবিবার CMRI হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা ৪৩ বছর বয়সি মহিলার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola