Vijaya Dashami 2021: রীতি মেনে উমার বিদায়বেলায় অপরাজিতা পুজো সুরুল জমিদার বাড়িতে | Bangla News

Continues below advertisement

সময়ের স্রোতে হারিয়েছে জমিদারি, ঠাটবাট, বৈভব আর নেই। তবে রয়ে গিয়েছে রীতি, ঐতিহ্য। সেই রীতি-পরম্পরা মেনেই উমার বিদায়বেলায় অপরাজিতা পুজো হল বোলপুরের সুরুল জমিদার বাড়িতে।

দশমীতে বেলপাতায় দুর্গা লক্ষ্মী ও সরস্বতীর নাম লিখে মায়ের পায়ের কাছে রাখলেন পরিবারের সদস্যরা। সার দিয়ে দাঁড়িয়ে বাড়ির মহিলারা বড় বড় পাখা দুলিয়ে বরণ করলেন মাকে। সেই সময় মন্দিরে চলল আরতি।

সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছু বদলালেও, রীতিতে বদল হয়নি ২৮৭ বছরের পুরনো পুজোর। ঠাকুরদালান, সুবিশাল নাটমন্দির আর টেরাকোটার পরতে পরতে যেন ইতিহাসের গন্ধ।

শোনা যায়, অবিভক্ত বর্ধমানের নীলপুর গ্রাম থেকে বীরভূমের সুরুলে এসে বসবাস শুরু করেন নিঃসন্তান ব্যবসায়ী ভরতচন্দ্র সরকার। এখানে এসে সন্তান লাভের পর তাঁর বিশ্বাস জন্মায়, গ্রামটি পয়া। তখন থেকেই এখানে স্থায়ী বসবাস শুরু করে সরকার পরিবার। সমৃদ্ধি বৃদ্ধির সঙ্গে মন্দির গড়ে শুরু হয় দুর্গাপুজো। সরকার বাড়ির রেওয়াজ, দশমীর দিন পরিবারের প্রবীণ পুরুষ সদস্যরা হুণ্ডি নিয়ে বসেন। নবীন প্রজন্ম হুণ্ডিতে সাধ্যমতো দান করেন। এবারও ব্যতিক্রম হয়নি তার। বৈষ্ণবমতে পুজো হয় বলে সিঁদুরখেলা হয় না এই বাড়িতে। নির্ঘণ্ট মেনে প্রতিমা নিরঞ্জন হয় কালী সায়রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram