Birbhum Violence: 'মৃত্যুর সংখ্যাটা নয়, বড় কথা তাদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে', লোকসভায় রূপা ।Bangla News

Continues below advertisement

আজ লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) রামপুরহাট প্রসঙ্গে বলেন, "এমনই এক বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, যা নিয়ে বলতে গেলেও লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। কতজনের মৃত্যু হয়েছে সেই কথা বললে, এবারে মাত্র ৮ জনই মারা গিয়েছেন।" এরপরই রূপা বলেন, "কতজন মারা গিয়েছে সেটা কথা নয়। বিষয়টা হচ্ছে, তাদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আনিস খুন হয়েছে। ঝালদায় খুন হয়েছে। পুলিশের উপর ভরসা করা যাচ্ছে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram