Birbhum Violence: প্রতিনিধি দলে থাকা বিভিন্ন রাজ্যের প্রাক্তন ডিজিদের উপর হামলা চালিয়েছে TMC-র গুন্ডারা: সুকান্ত মজুমদার | Bangla News
Continues below advertisement
সাঁইথিয়া থানায় অবস্থানে বসেছে বিজেপির (BJP) প্রতিনিধি দল। রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), রয়েছেন ভারতী ঘোষ-সহ অন্যান্য প্রতিনিধিরা। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলের স্থানীয় কর্মীদের বচসা শুরু হয়। সুকান্ত মজুমদার বলেন, "আমাদের এই দলে বিভিন্ন রাজ্যের প্রাক্তন ডিজি রয়েছেন। তাঁদের কোনও সুরক্ষার ব্যপার নেই। তৃণমূলের গুন্ডারা তাঁদের উপর আক্রমণ করল, রাস্তা অবরোধ করা হল, তা অন্য কোনও রাজ্যে দেখা যায় না। সত্যিই তাই, এগিয়ে বাংলা!"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee BJP Birbhum ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rampurhat Sukanta Majumdar বীরভূম Mamata Banerjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sainthia Police Station Rampurhat News বীরভূম তৃণমূল Rampurhat Fire Birbhum Fire রামপুরহাট হত্যাকাণ্ড Birbhum Violence Update Bengal Rampurhat Violence Rampurhat Panchayat Deputy Chief Killing Rampurhat Panchayat Mamata On Rampurhat Violence Bengal Rampurhat News Birbhum Violence Case Rampurhat Fire Incident রামপুরহাট হত্যালীলা Mamata On Birbhum Violence Mamata Banerjee Bogtui Visit