Viswa Bharati: হস্টেলে ছাত্রের মৃত্যু, তালা ভেঙে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের।Bangla News

ছাত্র মৃত্যু ঘিরে উত্তাল বিশ্বভারতী। গেটের তালা ভেঙে উপাচার্যর বাড়িতে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের একাংশের। নিরাপত্তা চেয়ে রাজ্যপালকে বার্তা পাঠালেন উপাচার্য। বিশ্বভারতীর হস্টেলে কী করে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রের? এই প্রশ্ন তুলে উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ করছেন মৃত ছাত্রের বাবা-মা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ছাত্রদের একাংশ। শুক্রবার রাতে উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা করে  বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। প্রথম গেট ভেঙে দেয় বিক্ষোভকারীরা। রাজ্যপাল ট্যুইট করে জানিয়েছেন, ঘটনায় আতঙ্কিত উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী, তাঁকে মেসেজ করে বলেছেন, ‘দয়া করে নিরাপত্তা দিন, আমার জীবন ঝুঁকির মধ্যে আছে। পুলিশ নিরাপত্তা না দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বিশ্বভারতীর উপাচার্যর বার্তা মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে, বলেও ট্যুইটে জনান ধনকড়। ‘জানতে পেরেই ডিজিপি, জেলাশাসক, পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। ট্যুইট করে জানালেন রাজ্যপাল। ছাত্রের মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শান্তিনিকেতন থানা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola