Birsa Munda: মূর্তি বিতর্ক ফিরল বাঁকুড়ায়, বিরসা মুন্ডা ভেবে শিকারিকে মাল্যদান বিজেপি বিধায়কের। Bangla News

এক বছর আগের মূর্তি বিতর্ক ফিরল বাঁকুড়ার (Bankura) পুয়াবাগানে। গত বছর অমিত শাহ (Amit Shah) যে মূর্তিতে ফুল দিয়েছিলেন, গতকাল সেই মূর্তিতেই বিরসা মুন্ডা (Birsa Munda) স্মরণে মাল্যদান করেন বাঁকুড়ার বিজেপি (BJP) বিধায়ক। 'বিরসা মুন্ডা নয়, শিকারির মূর্তিতে মালা দিয়ে আরও একবার আদিবাসী সমাজকে অসম্মান করল বিজেপি (BJP)'। ফের সুর চড়িয়েছে তৃণমূল (TMC)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola