Soumitra Khan: 'কোনও ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না', বিস্ফোরক সৌমিত্র খাঁ
ABP Ananda LIVE: ভোটে (lo sabha election)ভরাডুবির পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার আগে বিস্ফোরক সৌমিত্র খাঁ । রাজ্যে সাংগঠনিক রদবদলের পক্ষে জোর সওয়াল বিজেপি সাংসদের। 'কোনও ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না', মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর(soumitra khan)।
কুলতলির পয়তারহাটে পুলিশের ওপর হামলার পর কেটে গিয়েছে দু’-দু’টো দিন। এখনও অধরা মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার ও তার ভাই সায়রুল সর্দার। পুলিশের অনুমান, গত ১৫ বছর ধরে পয়তারহাট গ্রামে যে নকল সোনা ও জাল নোটের কারবার চলছে, তার কিংপিন গ্রামেরই দুই বাসিন্দা ছাকাত ও বোটো। তাদেরও খোঁজ মেলেনি। গ্রামে যে বেআইনি কারবার চলত, তার বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে এলেও মূল অভিযুক্তরা ধরা পড়েনি। গতকাল গ্যাংস অফ কুলতলির সদস্য আফতার সর্দার গ্রেফতার হয়। ধৃতকে জেরা করে প্রতারণা-গ্যাংয়ের পাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।