MahaKumbh:মমতার মৃত্যকুম্ভ মন্তব্যের পরও TMCবিধায়করা প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে স্নান করেছেন:শুভেন্দু
ABP Ananda Live: কুম্ভে স্নান প্রসঙ্গে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'মমতার মৃত্যকুম্ভ মন্তব্যের পরও সকল তৃণমূল বিধায়করা প্রয়াগরাজে গিয়েছেন, মহাকুম্ভে স্নান করেছেন। ৭ কোটি মানুষ স্নান করছেন কুম্ভে, আমি নিজেও স্নান করেছি। তৃণমূলের ৫০ জন বিধায়ক কুম্ভে গিয়ে স্নান করেছে। স্নান করে তৃণমূল বিধায়করা ছবি ছেড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যামেরার সামনে আসার জন্য এসব ভুল মন্তব্য করছে তৃণমূল। প্রত্যেকে বিপদে পড়লেই বলে ভগবান আমাকে রক্ষা কর', কুম্ভে স্নান নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর।
খাস কলকাতায় বেপরোয়া দুষ্কৃতীরা। পথচারী মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা তিন বাইক আরোহীর। ব্যর্থ হয়ে বাইক থেকে নেমে চোখ রাঙানিও। অভিযোগ, শেষ পর্যন্ত হার খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কলকাতার অভিজাত এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যেমন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ওই মহিলা। (Kolkata News)
শনিবার বিকেল পৌনে ৫টা নাগাদ ঢাকুরিয়া ঝিল পাড় রোড ধরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে রায়। অভিযোগ, প্রথমে চলন্ত বাইক থেকেই তাঁর গলায় থাকা হার ছিনতাইয়ের চেষ্টা করে তিন দুষ্কৃতী। হার ছিঁড়ে নিতে ব্যর্থ হওয়ায়, বাইক থেকে নেমে এসে রীতিমতো চোখ রাঙানো হয় তাঁকে। আঙুল উঁচিয়ে, হুমকি দিয়ে হার খুলে নেয় দুষ্কৃতীরা। তার পর চম্পট দেয় তারা। (Kolkata Chain Snatching)