BJP: অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্ত ও শিশুমৃত্যুর প্রতিবাদে বিজেপির স্বাস্থ্যভবন অভিযান
অ্যাডিনো ( Adenovirus ) -আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে শিশু মৃত্যু। অ্যাডিনো ভাইরাসের ভয়ঙ্কর বাড়বাড়ন্ত এবং শিশু মৃত্যুর প্রতিবাদে শুক্রবার স্বাস্থ্যভবন অভিযান করে বিজেপি ( BJP Rally ) । দুপুরে সল্টলেকের করুণাময়ী মোড়ে বিজেপি কর্মী ( BJP ) সমর্থকদের জমায়েত হয়। কিন্তু আগে থেকেই তৈরি ছিল পুলিশ। বিজেপি কর্মীদের দাবি, তাঁদের এগোতে দেওয়া হয়নি। সেখানেই তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। হাজির ছিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরাও। তাঁদেরও তোলা হয় একটি বেসরকারি বাসে। সল্টলেক করুণাময়ী মোড়ে তাঁদের সঙ্গে পুলিশের বচসাও বেঁধে যায় বলে খবর।