JP Nadda iskon visit: বঙ্গ সফরে এসে নদিয়ায় পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

Continues below advertisement

12 tar Breaking seg 2: বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি (All India President) পদে মেয়াদ বাড়ার পর, বঙ্গ সফরে এসে নদিয়ায় (Nadia) পৌঁছলেন জে পি নাড্ডা (Jagat Prakash Nadda)। কলকাতা (Kolkata) থেকে কপ্টারে মায়াপুরে (Mayapur) গেলেন নাড্ডা। ঘুরে দেখলেন মন্দির চত্বর। গেলেন নির্মীয়মাণ ইসকন মন্দিরেও (Iskon)। এরপর সড়কপথে নদিয়ার বেথুয়াডহরিতে যাবেন নাড্ডা। সেখানে দলের জন সম্পর্ক যাত্রায় যোগ দেবেন। কৃষ্ণনগর (Krishnagar) লোকসভা কেন্দ্রের অধীনে যে ৭টি বিধানসভা রয়েছে, সেখানকার দলীয় নেতা, কর্মীরা এই সভায় থাকবেন। কর্মসূচির শেষে হোটেলে ফিরে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিকে 'বিজেপির পায়ের তলায় মাটি নেই। নাড্ডার সফরে কোনও লাভ হবে না। বাংলায়  বিজেপির ভবিষ্যৎ বলে কিছু নেই', কটাক্ষ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল আবাস দুর্নীতির (Awas Yojona Scam) তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল।এদিন ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যান দুই কেন্দ্রীয় প্রতিনিধি। বেহাল রাস্তা, ১০০ দিনের কাজ ও ভাঙা বাড়ি নিয়ে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবার, মালদার কালিয়াচকে চরি-অনন্তপুর গ্রামে আবাস তালিকায় জোড়া গলদ! ।আবাস তালিকায় নাম সিভিক ভলান্টিয়ারের।কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার অভিজিৎ পাণ্ডের নাম তালিকায়।তালিকায় নাম থাকার কথা স্বীকার করেছেন সিভিক ভলান্টিয়ারের মা।ডিসেম্বরেই নাম বাদ, দাবি মালদার জেলাশাসকের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram