BJP: 'দ্রুত গ্রেফতার না হলে লতিফকেও সরিয়ে দেওয়া হতে পারে', আশঙ্কা অর্জুন সিংহের

Continues below advertisement

এবার আব্দুল লতিফকে (Abdul Latif) নিয়ে আশঙ্কা প্রকাশ অর্জুন সিংহের। দুর্গাপুরের নিহত কয়লা মাফিয়া রাজু ঝা-র (Raju Jha) বাড়িতে গিয়ে আশঙ্কা প্রকাশ। 'দ্রুত গ্রেফতার না হলে লতিফকেও সরিয়ে দেওয়া হতে পারে যাতে লিঙ্ক কেটে যায়' আশঙ্কা প্রকাশ অর্জুন সিংহের। পাশাপাশি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের মন্তব্য, পরিকল্পনা করে খুন, বড় মাথা আছে পিছনে। এদিন রাজু ঝা-র দুর্গাপুরের (Durgapur) বাড়িতে যান অর্জুন সিংহ। যেখানে গিয়ে রাজু ঝা-র পরিবারের পাশে থাকার আশ্বাসই দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয়েছিল কয়েকদিন আগেই। যে ঘটনার পর শোকপ্রকাশ করে নিহত কয়লা মাফিয়াকে নিজের ছোট ভাই বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। খুনের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। যদিও সাতদিন কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। যার পরই অর্জুন সিংহের বক্তব্য, শক্তিগড়ে জাতীয় সড়কের ওপরে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তার পিছনে বড় মাথারা রয়েছে, এটা পরিষ্কার। তাই ঘটনার রহস্য ভেদ করতে কয়েকদিন সময় লাগবে বলেই মনে করেন তিনি। পুলিশের ওপর আস্থা রাখার বার্তাও দেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram