BJP: সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার বনধের ডাক ময়নায়

Continues below advertisement

রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় একুশ থেকে তেইশের মাঝে এমনিতেই জেরবার শাসকদল (TMC)। বিজেপি নেতা অভিজিৎ সরকার-সহ আরও একাধিক নেতার মৃত্যুতে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নামে সিবিআই (CBI)। যদিও একুশ এখন অতীত। তবুও রক্তের দাগ তেইশের পঞ্চায়েতের আগে ময়নায়। মূলত ময়নার (Moyna) বাকচায় বিজেপি নেতা খুন (BJP Leader Murder Case)। অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এহেন মুহূর্তে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু এদিন বলেন,'বাংলায় তৃণমূল যা অত্যাচার করেছে, বিট্রিশরাও করেনি।'

এদিন 'সন্ত্রাস নিয়ে' ফের বিরোধী দলনেতার নিশানায় শাসকদল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, আপনার চার-পাঁচ প্রজন্ম রাজ্য শাসন করবে, তাহলে ভুল ভাবছেন। অত্যাচারীদের যেতেই হবে। আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি নেতা-কর্মী খুন।' 

শুভেন্দু এদিন বলেন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ডাক বিরোধী দলনেতার। এদিন শুভেন্দু বলেন,'পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ সংগ্রহ করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ।'

তিনি আরও দাবি করেছেন,'সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়েছিল।' শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন,'ময়নায় প্রায় ৩০০ বার আক্রমণ করেছে তৃণমূল। এখনও বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলে আছে।' তবে এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দুর সংযোজন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram