BJP: নজরে লোকসভা ভোট, তৃণমূলের দখলে থাকা সংখ্য়ালঘু ভোটে ভাগ বসাতে আসরে নামল বিজেপি | ABP Ananda LIVE
নজরে লোকসভা ভোট। এবার তৃণমূলের দখলে থাকা সংখ্য়ালঘু ভোটে ভাগ বসাতে আসরে নামল বিজেপি। ৬দিন কোচবিহারে থেকে সংখ্যালঘু মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করে জনসংযোগে জোর দিলেন ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য়। বিজেপি সব জায়গায় ভাগাভাগির রাজনীতি করে, কটাক্ষ করেছে তৃণমূল।