Naihati: নৈহাটিতে নামকরণ নিয়ে সিপিএম-তৃণমূল সেটিংয়ের অভিযোগ বিজেপির | ABP Ananda

নৈহাটিতে (Naihati) সদ্য উদ্বোধন হওয়া হকার্স মার্কেটের (Market) নামকরণ নিয়ে শুরু হল রাজনীতি (Politics)। সম্প্রতি সিপিএমের প্রাক্তন বিধায়ক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল বসুর নামে হকার্স মার্কেটের উদ্বোধন করে তৃণমূল পরিচালিত পুরসভা। পঞ্চায়েত ভোটের আগে একে সস্তার রাজনীতি বলছে সিপিএম (CPIM)। অন্যদিকে, সিপিএম-তৃণমূল সেটিংয়ের অভিযোগ করেছে বিজেপি (BJP)। তৃণমূল যদিও একে গুরুত্ব দিতে নারাজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola