BJP: গরু পাচারে বিজেপি বিধায়ক? প্রকাশ্যে অডিও ক্লিপ

Continues below advertisement

কুলটির বিজেপি বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে গরুপাচারের (Cattle Scam) অভিযোগ। বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ও তাঁর ছেলে কেশব পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের (TMC)। ভাইরাল অডিও (Viral Aduio) ক্লিপ প্রকাশ করে অভিযোগ তৃণমূলের।

 'চরিত্রহননের চেষ্টা', অভিযোগ BJP বিধায়কের, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী অভিযোগ তুলে বলেছেন, ‘কুলটির বিজেপি মণ্ডল সভাপতি কাঞ্চন সিনহা ও বিজেপি নেতা বিভাস সিংয়ের কথোপকথন। অডিওয় অজয় পোদ্দার ও তাঁর ছেলে কেশবের কথা বলছেন বিজেপির মণ্ডল সভাপতি। গরুপাচার করে দিনে ৪ লক্ষ টাকা আয়, অডিওয় সব ফাঁস হয়ে গিয়েছে’। যদিও অভিযোগ অস্বীকার কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের। 'চরিত্রহননের চেষ্টা', অভিযোগ বিজেপি বিধায়কের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram