Dilip Ghosh: 'ছোট ছোট পাকিস্তান তৈরি হচ্ছে বাংলায়, তারই ভববিষ্যৎবাণী করেছেন ফিরহাদ', আক্রমণ দিলীপের
ABP Ananda LIVE 'দেশবিরোধী এজেন্টদের জায়গা তৃণমূল। কেউ মৌলবাদীদের সঙ্গে, জামাতিদের সঙ্গে হাত মেলাচ্ছে। ছোট ছোট পাকিস্তান তৈরি হচ্ছে বাংলায়, তারই ভববিষ্যৎবাণী করেছেন ফিরহাদ, আক্রমণ দিলীপ ঘোষের।
সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ (RG Kar Protest)। ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আর জি করকাণ্ডে দ্রুত সাপ্লেমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সিনিয়র চিকিৎসকদের সংগঠনের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে এনওসি দিক রাজ্য সরকার। ১৭ থেকে ২৬ ডিসেম্বর ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
রাস্তাই কি ফের রাস্তা দেখাবে? আর জি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের কি শুরু হতে চলেছে আন্দোলন? ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায়, আর জি কর-কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই ঘটনাই যেন ফের একবার আলোড়ন ফেলে দিয়েছে চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজের মধ্যে। প্রশ্ন উঠছে, যে সিবিআই দাঁড়িয়ে সন্দীপ ঘোষ-সহ ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে, তারপরেও কীভাবে জামিন পেয়ে যেতে পারেন তাঁরা? এই অবস্থায় ফের একবার পথে নামছে চিকিৎসক-সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’।