Dilip Ghosh : 'বড় নেতারা না ডাকলে যাই না', কোন প্রসঙ্গে এমন মন্তব্য দিলীপের ?

ABP Ananda LIVE : বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না' I 'যখন বিজেপি রাজ্য সভাপতি ছিলাম তখন যেতাম' I'অমিত শাহ এলে স্বাগত জানাতাম, একসঙ্গে থাকতাম' I'এখন অন্যরা সেইসব দায়িত্ব সামলায়' I'আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি আজকাল' Iঅমিত শাহর বঙ্গ সফরে মন্তব্য দিলীপ ঘোষের I

 

পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ

পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ। প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ। হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা। কাল সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola