Dilip Ghosh : রাজ্যে পালাবদল হলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান উঠবে, মন্তব্য দিলীপ ঘোষের। ABP Ananda Live
Continues below advertisement
যাদবপুর নিয়ে বেলাগাম দিলীপ। ছাত্র মৃত্যুর ঘটনায় JNU-র প্রসঙ্গ টেনে দিলীপের মন্তব্য, সেখানে বুট দিয়ে মেরে সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে যাদবপুরকাণ্ডে (Jadavpur Univesity Student Death) রাজ্য সরকারকে নপুংসক অ্যাখ্যা দিয়ে দিলীপের বিধান, রাজ্যে পালাবদল হলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান উঠবে। গতকাল ভাটপাড়ায় দলীয় সভায় এই মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
Continues below advertisement