Post Poll Violence:BJP-র কেন্দ্রীয় দল আসার আগেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মাহেশ্বরী সদনের সামনে বোমাতঙ্ক

ABP Ananda LIVE: বিজেপির (BJP)কেন্দ্রীয় দল যাওয়ার আগে মাহেশ্বরী সদনের সামনে বোমাতঙ্ক। রবিবার সন্ধেয় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ডিভাইডারে গোলাকার বস্তু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ও ডগ স্কোয়াড। 

বেলঘরিয়ায় (bbelgharia)ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলার পরেই ব্যারাকপুরের (barrackpore)রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোনের অভিযোগ। শনিবার টিটাগড় থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ী তাপস ভগতের। 'অজয় মণ্ডলের ওপর হামলা হয়েছে, এবার তোমার পালা', ফোনে হুমকি, দাবি ব্যবসায়ী তাপস ভগতের। বিহারের জেল থেকে ফোন করছি, এমনটাই দাবি ফোনে, অভিযোগ তাপস ভগতের।কে ফোন করেছে, নাম বলেনি, দাবি তাপস ভগতের। যেহেতু অজয় মণ্ডলকে সুবোধ সিংহ ফোন করেছিলেন, আমার সন্দেহ সুবোধ সিংহ আমাকে হুমকি দিয়েছে, দাবি তাপস ভগতের। টাকা দেওয়া হয়নি, দাবি ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতের। তাপস ভগত সুবোধ সিংয়ের লিঙ্কম্যান হিসেবে কাজ করেছে, আজ দুপুরে অভিযোগ করেন অর্জুন সিংহ। অর্জুন সিংহই সুবোধ সিংহকে ফোন করেছিলেন, পাল্টা দাবি তাপস ভগতের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola