PM Modi In Bengal: বারাসাতে প্রধানমন্ত্রীর সভার দেশজুড়ে প্রচারের বন্দোবস্ত করেছে বিজেপি। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: মার্চের প্রথম সপ্তাহেই বঙ্গে ৩ সভা প্রধানমন্ত্রীর। আরামবাগ, কৃষ্ণনগরের পর আজ বারাসাতে সভা করবেন মোদি। বিজেপির মহিলা মোর্চার নারী শক্তি বন্দনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী (PM Modi)। বারাসাতের (Barasat) সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে সন্দেশখালির নির্যাতিতাদের দেখা করাতে চায় বিজেপি। বারাসাতে প্রধানমন্ত্রীর সভার দেশজুড়ে প্রচারের বন্দোবস্ত করেছে বিজেপি। দেশের ৪ হাজার ১০০টি জায়গায় সরাসরি সম্প্রচার হবে প্রধানমন্ত্রীর ভাষণ। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
West Bengal News Kolkata Metro PM Modi In Bengal Narendra Modi PM Modi MAMATA BANERJEE PM Modi Bengal Visit PM Modi Bengal Visit Live Underwater Metro Rail Service