Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গে বিজেপি প্রতিষ্ঠার পরে এই প্রথম সবথেকে বেশি ভোট পেয়েছে' : শুভেন্দু

Continues below advertisement

১০ জুলাই বাগদায় উপনির্বাচন ( Bagda By Election 2024)। তার আগে শনিবার সেখানে একটি পথসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, অনুমতি না থাকার অভিযোগে শুক্রবার দুপুরে সভাস্থলে পৌঁছে প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিলেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে শেষ অবধি এদিন প্রচারে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রচারে নেমেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee)। বললেন, 'ভোট লুঠ করে উপনির্বাচনে জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

শুভেন্দু বলেন, 'আটকাতে পেরেছে নাকি ? বাগদার মাটিতে এসেছি। ওইভাবে আটকানো যায় না। ওটা এখানকার এসপি করবেন। মমতা কালকে পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়দের নিয়ে মিটিং করেছে। এবং ওদের সামনে থেকে এসপি-কে ফোন করে বলেছেন, আমার এই সিট চাই। লুঠ করে জিতিয়ে দিতে হবে। উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন, আমার কাছে সমস্ত তথ্য আছে।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram