Kunal Ghosh: তৃণমূলের কর্মসূচিকে ভয় পাচ্ছে বিজেপি, মন্তব্য কুণাল ঘোষের। ABP Ananda Live
কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে দিল্লিতে তৃণমূল। দুপুর দেড়টায় রাজঘাটে যাবেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা। মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে মনরেগায় বকেয়া নিয়ে সরব হবে তৃণমূল। বাংলার ভুক্তভোগীদের নিয়ে সংসদ ভবনের কাছে যেতে, ছাত্র যুব নেতৃত্বকে নির্দেশ অভিষেকের। তৃণমূলের কর্মসূচিকে ভয় পাচ্ছে বিজেপি, মন্তব্য কুণাল ঘোষের।
Tags :
Bangla News Bangla News Live TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Delhi ABP Ananda Bengali News - Bengali News TMC Protest At Delhi